২০২১ সালে চুক্তি বদ্ধ হলেন ট্রিপল নাইন গ্লোবাল ও ত্রয়ী সেন্ট্রো গ্রুমিং একাডেমি
12/19/2020
২০২১ এর জন্য মিস আর্থ বাংলাদেশ এর লাইসেন্সি প্রতিষ্ঠান ট্রিপল নাইন গ্লোবাল ও ত্রয়ী গ্রুমিং ইন্সটিটিউট এর উদ্দ্যোগে ১১ই ডিসেম্বর ২০২০ থেকে “মিস আর্থ ২০২১” এর ডেলিগেট সরাসরি বাছাই শুরু হতে যাচ্ছে। এই উদ্দ্যোগটি সম্পন্ন করার জন্য গত ৪ঠা ডিসেম্বর ২০২০ এ একটি সমঝোতা স্মারকে চুক্তিতে সাক্ষর করেন ট্রিপল নাইন গ্লোবালের ন্যাশনাল ডিরেক্টর নায়লা নোমান বারী ও ত্রয়ী গ্রমিং ইন্সটিটিউট এর কর্ণধার আলী আফজাল নিকোলাস।
অডিশন শেষ হবে ২রা জানুয়ারী ২০২১। জানুয়ারী প্রথম সপ্তাহ থেকেই গ্রুমিং ক্লাশ শুরু হয়ে যাচ্ছে। প্রাথমিক অডিশনে অংশগ্রহন করার জন্য www.missearthbangladesh. com এ রেজিস্ট্রশন ফর্ম পূরন করতে হবে অথবা 01700744764 নম্বরে কল করে নিজের উপস্থিতি নিশ্চিত করতে হবে। অডিশন রাউন্ডে থাকছে তারকাদের সাথে সাক্ষাতের সুযোগ। অডিশন রাউন্ডে মাস্ক পড়ে আসা আবশ্যক।

মেঘনা আলম, মিস আর্থ বাংলাদেশ ২০২১, এশিয়া ওশেনিয়া গানের ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক পেলেন
২০২০ সালে অনুষ্ঠিত মিস আর্থ এর ভার্চুয়াল প্রতিযোগিতায় মেঘনা আলম, গানের ক্যাটাগরিতে এশিয়া ওশেনিয়া গ্রুপের ব্রোঞ্জ মেডেল পেয়েছেন। বাংলাদেশ থেকে এই প্রথমবারের মতো মেঘনা আলম, এই সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন।